০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১, ১ রবিউস সানি ১৪৪৬
`

বিজ্ঞান পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি

-

সুপ্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : পদার্থ ও শক্তি’ থেকে আরো ১৪টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
১৮. শব্দ এক ধরনের---।
উত্তর : শব্দ এক ধরনের শক্তি।
১৯. --- ব্যবহার করে আমরা কথা বলি।
উত্তর : শব্দ ব্যবহার করে আমরা কথা বলি।
২০. আমরা গান ও সঙ্গীত শুনি---মাধ্যমে।
উত্তর : আমরা গান ও সঙ্গীত শুনি শব্দশক্তির মাধ্যমে।
২১. পালতুলে যে নৌকা চলে, সেটা--- শক্তি ব্যবহার করে।
উত্তর: পালতুলে যে নৌকা চলে, সেটা বায়ুপ্রবাহের শক্তি ব্যবহার করে।
২২. সূর্যের আলো--- করে নিয়ে বড় হয় গাছ বা জমির ফসল।
উত্তর: সূর্যের আলো করে শোষণ করে নিয়ে বড় হয় গাছ বা জমির ফসল।
২৩. যখন কাঠ বা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় , তখন রাসায়নিক শক্তি রূপান্তরিত হয়---।
উত্তর: যখন কাঠ বা কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করা হয় , তখন রাসায়নিকশক্তি রূপান্তরিত হয় তাপশক্তিতে।
২৪. সমস্ত শক্তির মূল উৎসই---।
উত্তর: সমস্ত শক্তির মূল উৎসই সূর্য।
২৫. --- আলো পেয়েই উদ্ভিদ বা গাছপালা বৃদ্ধি পেয়েছে।
উত্তর : সূর্যের আলো পেয়েই উদ্ভিদ বা গাছপালা বৃদ্ধি পেয়েছে।
২৬. উচ্চ তাপমাত্রা থেকে নি¤œ তাপমাত্রার স্থানে তাপ সঞ্চালনের ঘটে---পদ্ধতিতে।
উত্তর: উচ্চ তাপমাত্রা থেকে নি¤œ তাপমাত্রার স্থানে তাপ সঞ্চালনের ঘটে তিন পদ্ধতিতে।
২৭. কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে তাপ সঞ্চালিত হয়--- পদ্ধতিতে।
উত্তর: কোনো কঠিন বস্তুর ভেতর দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে।
২৮. বস্তুর এক প্রান্ত উচ্চ তাপমাত্রায় থাকলে তাপ ধীরে ধীরে---এলাকায় প্রবাহিত হয়।
উত্তর: বস্তুর এক প্রান্ত উচ্চ তাপমাত্রায় থাকলে তাপ ধীরে ধীরে নি¤œ তাপমাত্রার এলাকায় প্রবাহিত হয়।
২৯. --- তাপমাত্রার অণু থেকে তাপ নি¤œতাপের অণুতে যেতে থাকে।
উত্তর: উচ্চ তাপমাত্রার অণু থেকে তাপ নি¤œতাপের অণুতে যেতে থাকে।
৩০. তাপ ও আলোর তরঙ্গ--- মাধ্যমেও সঞ্চালিত হতে পারে।
উত্তর : তাপ ও আলোর তরঙ্গ শূন্য মাধ্যমেও সঞ্চালিত হতে পারে।
৩১. আলো পরিচলন ও পরিবহন পদ্ধতিতে--- হয় না ।
উত্তর : আলো পরিচলন ও পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয় না ।


আরো সংবাদ



premium cement
রংপুরে মুক্তিযোদ্ধার নাতির ভুয়া পরিচয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় রুকনদের কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে হবে : ইজ্জতউল্লাহ তেঁতুলিয়ার দেবনগর থেকে অজগর সাপ উদ্ধার ফরিদপুরেও শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান ম্যাক্রোঁর সাবেক মন্ত্রী মান্নান কারাগারে অসুস্থ : সিলেটে স্থানান্তর মামলা হলেই গ্রেফতার নয়, তদন্তে দোষী হলেই ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা মিরসরাইয়ে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু আমাদের শিক্ষা ব্যবস্থা অপরিকল্পিত : শিক্ষা উপদেষ্টা ‘কুরআন-হাদিস আমাদেরকে বিশ্বজনীন বিধিব্যবস্থা দিয়েছে’ সাউথ পয়েন্ট স্কুলে কারাতে বেল্ট বিতরণ

সকল